০৬ নভেম্বর ২০২৪, ২১:৩৫

দেশসেরা ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭ম ইউআইইউ

কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ও ইউআইইউ  © টিডিসি ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫’-এ ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। তালিকায় বাংলাদেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।

এবারের তালিকায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৫৬১-৫৮০ এর মধ্যে। এর আগে গতবছর, ইউআইইউ বিশ্বের (৬০১-৬৫০) র‍্যাঙ্কিংয়ের মধ্যে ছিল এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম ছিল। 

এদিকে এবার র‍্যাঙ্কিংয়ে প্রথম অবস্থানে জায়গা করে নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এছাড়াও তালিকায় যথাক্রমে ২য় ও ৩য় হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি (২৫৩তম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২৮০তম)। 

আজ বুধবার (৬ নভেম্বর) এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। প্রতি বছরের নভেম্বর মাসের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়। এশিয়ার সেরা ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও সবার সেরা হয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। এবারও দ্য ইউনিভার্সিটি অব হংকং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। র‍্যাঙ্কিংটি প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এই র‍্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‍্যাঙ্কিংয়ের বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‍্যাঙ্কিং প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার বিচার করেই এ তালিকা করা হয়।

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের অন্যতম একটি কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। এছাড়া অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে।