০৬ নভেম্বর ২০২৪, ১৫:৫৮

‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লীগ ২০২৪’ এর ট্রফি ও জার্সি উন্মোচন

ট্রফি উন্মোচনের সময় আয়োজনের অতিথিরা, শিক্ষকরা এবং ক্লাবের সদস্যরা   © টিডিসি ফটো

প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লীগ ২০২৪ এর “ট্রফি এবং জার্সি উন্মোচন” উদ্‌যাপন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। লীগে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। মোট ১২ টি দল লড়াই করবে এই ফুটবল টুর্নামেন্টে। 

মঙ্গলবার (০৫ নভেম্বর) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেমস এন্ড স্পোর্টস ক্লাব এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এসময় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের ট্রফি উন্মোচন করা হয় এবং ১২টি দলের অধিনায়কদের হাতে জার্সি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর বেলিম । ছবি: টিডিসি

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও গেমস এন্ড স্পোর্টস ক্লাবের সদ্য নিয়োজিত ডিরেক্টর জাবেদ ওমর বেলিম বলেন,  এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আমি নতুন যুক্ত হয়েছি। শিক্ষক-শিক্ষার্থী সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে খেলার মান উন্নয়নে আমরা একসাথে কাজ করবো, খেলাধুলার সংস্কৃতি তৈরি করবো।

তিনি আরও বলেন, আমি ক্রিকেটার হলেও ফুটবল আমার সবচেয়ে পছন্দের খেলা। এই টুর্নামেন্ট আয়োজনেও আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা একটা পরিবার। আমরা সবাই একসাথে চেষ্টা করলে সুন্দর একটা টুর্নামেন্ট হবে আশা করি।

লীগের ১২টি দলের প্রতিনিধিরা জার্সি গ্রহণের পর অতিথির সাথে ছবি তুলেন । ছবি: টিডিসি

অনুষ্ঠানের সভাপতি ও গেমস এন্ড স্পোর্টস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. এ. এস. এম শিহাবুদ্দিন বলেন, খেলাধুলা আমাদের অন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের শারীরিক উন্নয়নের পাশাপাশি খেলার মাঠে সবার সাথে যে আড্ডা কিংবা যোগাযোগ হয় তা মানসিক স্বাস্থ্যও ভালো রাখে।

তিনি বলেন, আমাদের স্পোর্টস ক্লাবের সকলে যে পরিমাণ পরিশ্রম করেছেন, আশা করছি সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে। পরিবারের এই আয়োজনে আমাদের ছোট ভুল ত্রুটি উপেক্ষা করতে হবে। সকলের মধ্যেই জেতার স্পৃহা থাকতে হবে, তবে সুন্দর পরিবেশ নষ্ট হয় এমন আচরণ করা থেকে বিরত থাকতে হবে। 

এ সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার জনাব সাকির হোসেন, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। গেমস এন্ড স্পোর্টস ক্লাবের বিশ্বাস এই অনুষ্ঠান সকল শিক্ষার্থীদের মাঝে টুর্নামেন্টের আমেজ বয়ে আনবে এবং সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।