২৪ অক্টোবর ২০২৪, ২০:৫৬

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের টাকা মেরে চাকরি হারালেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির কর্মকর্তা

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ  © সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অ্যাডমিশন অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র অ্যাডমিশন অফিসার রিয়াদ আলিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছাত্র ভর্তি সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগ তাকে অব্যাহতি দেয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. ইউনুসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্র ভর্তি সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন; এবং এ বিষয়ে ছাত্র নেতৃবৃন্দ আপনার সাথে সাক্ষাৎ করলে আপনি তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে Terms & Conditions of Services of EUB Employees 2013 এর ১২ নং ধারার ১২.১০.১ উপ ধারার e দফা অনুযায়ী চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।’