১৫ অক্টোবর ২০২৪, ১৬:৪৫

নেত্রকোনায় বন্যার্তদের পাশে স্টামফোর্ড ইউনিভার্সিটি

বন্যার্তদের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ত্রাণ বিতরণ  © টিডিসি

নেত্রকোনায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনা জেলার বড় কাটুরিয়া ,নাড়িয়া পাড়াসহ আশপাশের বন্যাকবলিত এলাকার প্রায় ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ,  তেল, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশুখাদ্য, স্যানেটারি ন্যাপকিন, স্যালাইন, দেশলাই, মোমবাতি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সাধারণ শিক্ষার্থীদের একটি দল অংশগ্রহণ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম শান্ত বলেন, ‘মানুষ মানুষের জন্য। দেশের বৃহৎ একটা অংশের মানুষ বন্যাবলিত হয়ে বিপর্যস্ত জীবনযাপন করছে। পানি বন্দি মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর একটা টিম নেত্রকোনায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ৫০০ পরিবারের হাতে আমরা ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হই। তবে জনজীবন খুব বিপর্যস্ত আরো সহায়তা তাদের দরকার। সবার প্রতি অনুরোধ যে যার সামর্থ অনুযায়ী আমাদের বানভাসি বাবা, মা, ভাই বোনদের পাশে দাঁড়ান।’