ড্যাফোডিলের শিক্ষার্থী সোহানের দুটি কিডনি বিকল, সহযোগিতার হাত বাড়িয়ে দিন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪১তম ব্যাচের সেকশন ‘জি’র শিক্ষার্থী সোহান আহমেদের শারীরিক অবস্থা সংকটময়। তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসার জন্য প্রায় ২০-২৫ লাখ টাকার প্রয়োজন, যা পরিবারের পক্ষে বহন করা খুবই কঠিন। এ বিপর্যস্ত মুহূর্তে সবাইকে পাশে চান তিনি।
সোহান আহমেদের ডোনেশন ক্যাম্পেইনে এখন পর্যন্ত মাত্র ৫০ হাজার ৮০২ টাকা সংগ্রহ হয়েছে। যেখানে তার চিকিৎসার জন্য প্রয়োজন ২০-২৫ লাখ টাকা। এ অবস্থায় ড্যাফোডিল পরিবারসহ সবার প্রতি অনুরোধ, নিজের অবস্থান থেকে যেভাবে সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সহায়তা হয়তো সোহানের জন্য জীবন বাঁচানোর অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে।
আপনার মূল্যবান অনুদান পাঠাতে পারেন এই অ্যাকাউন্টগুলোয়:
আবু নাইম
বিকাশ/নগদ: ০১৮৩০২২৬০৫০
আরিফুর রহমান রাহাত
বিকাশ/রকেট/ নগদ : ০১৬১৭৭৩৬৪৯৩
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
লাকসাম শাখা, কুমিল্লা
অ্যাকাউন্ড নম্বর: ২১০১০৭০০২১১৪৩