প্রকাশিত সংবাদের প্রতিবাদ নর্দান ইউনিভার্সিটির
গত ২৯ আগস্ট দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘ট্রাস্টি হিসেবে এসে বিশ্ববিদ্যালয় দখল আইবিএ পরিচালক ড. ইউসুফের’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) কর্তৃপক্ষ। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবাদলিপিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ দেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এক যুগেরও বেশি সময় ধরে অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি একটি অনন্য অবস্থানে দাঁড়িয়েছে। সম্প্রতি সরকারের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে দেনা-পাওনা বুঝে নিয়ে স্বত্বহীন হওয়া সাবেক চার ট্রাস্টি এই বিশ্ববিদ্যালয় জবরদখল করতে মরিয়া হয়ে উঠেছে। একইসঙ্গে তারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির তাগিদে অপপ্রচার করছেন। আমরা তাদের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ প্রসঙ্গে এনইউবি ট্রাস্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুল হক বলেন, আমি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি। আইবিএ’র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছি। যারা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার করছে তারা কুচক্রী।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, আমি সকল আইন ও নিয়ম মেনে এই ট্রাস্ট এর দায়িত্ব নিয়েছি। পূর্ববর্তী সময়ে ট্রাস্ট-এর নামে থাকা সকল ঋণ এবং সদস্যদের দাবিকৃত সকল অর্থ পরিশোধ করেছি। এই সম্পর্কিত সকল প্রমাণাদি ও ডকুমেন্টস আমার কাছে সংরক্ষিত রয়েছে।
তিনি বলেন, আমি দায়িত্বে এসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে জমি কেনা থেকে শুরু করে সকল প্রকার উন্নয়ন নিশ্চিত করে যাচ্ছি। মেডিকেল কলেজের জন্য নতুন একাডেমিক ভবন ক্রয় করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অর্থদণ্ড দিয়ে দুটি ব্যাচের অনুমোদন নিয়েছি। বিগত সরকারের সময় আমাদের মেডিকেল কলেজটি নানান রাজনৈতিক বৈষম্যের শিকার হয়।
“বর্তমানে একটি কুচক্রীমহল মিথ্যা-বানোয়াট, বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন তথ্য অপপ্রচারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য অনৈতিক সুযোগ সন্ধান করছেন। বিশ্ববিদ্যালয়কে ক্ষতিগ্রস্ত করার এই সকল অপচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।”