০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৩

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু  © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ফল ২০২৪ সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে ভর্তি মেলা। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধপরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে আইএসইউ বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব, ক্লাব ইত্যাদি নিশ্চিত করেছে। আইএসইউয়ের ক্লাস কার্যক্রম খুবই দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে  আইএসইউতে ভর্তির পর শিক্ষার্থীদের বিনা মূল্যে করানো হয় ইংলিশ ফাউন্ডেশন কোর্স । অধিকন্তু আইএসইউ মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি পড়াশোনা চলাকালীন পার্টটাইম চাকরি এবং যোগ্য গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ করে দিচ্ছে । 

৯ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম। ১৪টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, এলএলবি অনার্স, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে টিউশন ফি থেকে সর্বনিম্ন ২০% থেকে ১০০% পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা । এ ছাড়া থাকছে ইলেকট্রনিক গেজেটসহ আকর্ষণীয় উপহার।