বন্যার্তদের পাশে ইউসিএসআই ইউনিভার্সিটি
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে সম্প্রতি কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সর্বস্তরের জনগণের সহায়তায় তাদের পাশে দাঁড়িয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। বন্যার্তদের জন্য ইতোমধ্যেই ত্রাণ তহবিলে অর্থ অনুদান করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি, স্টুডেন্ট এবং স্টাফরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের একটি স্বেচ্ছাসেবক দলের উপস্থিতিতে বন্যার্তদের জন্য সংগৃহীত অর্থ সাহায্য সেনাবাহিনী ত্রাণ সামগ্রী সংগ্রহ কেন্দ্রে প্রদান করা হয়।
এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর (পাবলিক রিলেশন্স) মেজর এনামুল করিম (অবসরপ্রাপ্ত), ফ্যাকাল্টি অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর লেকচারার মাশিয়াত নূর প্রাপ্তি।
এই জাতীয় দুর্যোগে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস দেশের বিপদগ্রস্ত জনগনের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ।