২৪ আগস্ট ২০২৪, ১৪:২৫

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিলেন আরপিএসইউর শিক্ষক-কর্মচারীরা

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিলেন আরপিএসইউর শিক্ষক-কর্মচারীরা  © সংগৃহীত

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিলেন আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের (আরপিএসইউ) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে লেখেন, বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিলেন আরপিএসইউর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।