১৯ আগস্ট ২০২৪, ২১:০৭

মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ঢাবির সাবেক অধ্যাপক আব্দুর রব

উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দেন অধ্যাপক আব্দুর রব  © জনসংযোগ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে তিনি উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়। 

উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর এক শুভেচ্ছা বক্তৃতায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব ‘এ সেন্টার অব একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স’ গড়ার যে স্বপ্ন নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাত্রা শুরু করেছিল তা বাস্তবায়নে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

একসঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই মেধাবী ছাত্র শহীদ মো. শাকিল হোসেন ও মো. আহনাফ আবির আশরাফুল্লাহ-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে যে সব শিশু, কিশোর, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শাহাদাতবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে একটি সমৃদ্ধ পরিবার উল্লেখ করে, ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানারাত ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এ সময় তিনি।

এর আগে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব এর আগে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।