১৪ দফা দাবিতে আন্দোলনে আইইউবিএটির শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ক্লাস বর্জন করে ১৪ দফা দাবিতে আন্দোলন করছেন বেসরকারি ইন্টারন্যাশনাল বিজনেস এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীরা। রোববার (১৮ আগস্ট) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,  "অধ্যাপক এম. আলিমল্লাহ মিয়ান স্যারের স্বপ্নের প্রতিষ্ঠান আইইউবিএটি। ৩৩ বছর পূর্ণ করার পরেও তার স্বপ্নের সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। বিশ্ববিদ্যালয় উন্নয়নের লক্ষ্যে আমরা ১৪ দফা দাবি তুলে ধরেছি। অবিলম্বে এ দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাস্তবায়ন করতে হবে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখনো আলোচনা চলছে।


সর্বশেষ সংবাদ