৩১ জুলাই ২০২৪, ১৫:৩৫

গ্রেফতারকৃত স্টামফোর্ড শিক্ষার্থী নুরকে ছেড়ে দিয়েছে রমনা থানা

গ্রেফতার হওয়া নুর আলম হাসান  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার হওয়া স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুর আলম হাসানকে ছেড়ে দিয়েছে রমনা থানা। আজ বুধবার (৩১ জুলাই) তাকে গ্রেফতার করে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, বেলা ১২ টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে জোড়ো হয় ও স্লোগান দেয়।আন্দোলনের এক পর্যায়ে পুলিশ এসে ছত্রবঙ্গ করার চেষ্টা করে। পুলিশের সাথে ধস্তাধস্তির সময় তিন শিক্ষার্থী কে আটক করে। এর মধ্যে স্টামফোর্ড আইন বিভাগের ৭৯ ব্যাচের শিক্ষার্থী নুর আলম হাসান ছিল। তাকে নিয়ে যাওয়ার সময় এক ছাত্রী তাকে জড়িয়ে ধরে রাখে তাও তাকে পুলিশ ধরে গাড়িতে তুলে। শিক্ষার্থীরা এক পর্যায়ে গাড়িকে আটকে রাখে এবং সবাইকে ছেড়ে দিতে বলে। 

আটক নুরকে রমনা থানা নিয়ে যাওয়া হয়। সেখানে স্টামফোর্ডের শিক্ষার্থীরা ভিড় করেন। এছাড়া আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং আইনজীবীরা সেখানে গিয়ে সকল কার্যক্রম শেষ করার পর তাকে ৩.৩০ মিনিটে ছেড়ে দেওয়া হয়।