যাত্রাবাড়ীতে সংঘর্ষে ইউআইইউ শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ইরফান ভূইয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যার পর পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। পরে রাত আটটার দিকে হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসক সজল বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিক্ষার্থীর আইডি কার্ড দেখে তার মরদেহ শনাক্ত করা হয়েছে। মরদেহ হাসপাতালে ছিল, পরে স্বজনরা এসে তার মরদেহ নিয়ে গেছে।
এর আগে হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসক মাজহারুল ইসলাম নিহত শিক্ষার্থীর আইডি কার্ডের ছবি দিয়ে ফেসবুকের এক পোস্টে জানান, নিহত শিক্ষার্থীকে মৃত অবস্থায় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাকে কেউ চিনে থাকলে জরুরি যোগাযোগ করবেন।