৩১ মে ২০২৪, ২১:০৫

ইইউবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তঃবিভাগ ‘ল’ অলিম্পিয়াড

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ  © সংগৃহীত

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ইইউবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ‘ল’ অলিম্পিয়াড-২০২৪। আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার (৫ জুন) প্রথম, দ্বিতীয় ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে এবং পরের দিন বৃহস্পতিবার (৬ জুন) ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আইনের শিক্ষার্থীদের আইন সম্পর্কিত মেধা বিকাশের লক্ষ্যে এ অলিম্পিয়াড আয়োজন করছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগ।

অলিম্পিয়াড আয়োজিত হবে লটারি ক্যাটাগরিতে। প্রতিটি টিমে দুইজন করে মোট ১৬টি টিম অংশগ্রহণ করবে। এলএলবি থেকে ১২টি টিম এবং এলএলএম থেকে ৪টিম অংশগ্রহণ করবে অলিম্পিয়াডে।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল টিমের জন্য রয়েছে বিশেষ পুরস্কার এবং প্রতিযোগীরা পাবেন সার্টিফিকেট। তবে, অলিম্পিয়াডের প্রথম রাউন্ডের টপিক ৭ দিন আগে, দ্বিতীয় রাউন্ডে লিখিত পরীক্ষা এবং সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের টপিক তাৎক্ষণিক দেওয়া হবে।

ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অলিম্পিয়াডের নিয়ম-কানুন, ও অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।