মানারাত ইউনিভার্সিটিতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের নতুন শিক্ষকদের নিয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
আইকিউএসির পরিচালক স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।
আইকিউএসির পরিচালক স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মোঃ মাহবুব আলম।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান কর্মশালায় অংশগ্রহণকারীদের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে তাদের উত্তরোত্তর সফলতা ও ভবিষ্যতের সমৃদ্ধি কামনা করেন।