ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্যোগে কৃষি ভিত্তিক পণ্য প্রদর্শনী

  © সংগৃহীত

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ‘এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব’ এর আয়োজনে অনুষ্ঠিত হল ষষ্ঠ ‘এগ্রো বিজ এক্সপো ২০২৪’। গত ১২ এবং ১৩ মে দুই দিনব্যাপী ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে কৃষি ভিত্তিক পণ্য ও ব্যবসার বিভিন্ন ধরন এবং উদ্ভাবনাকে শিক্ষার্থীদের সাথে পরিচিত করানো হয়। এই মেলা কৃষি খাতের তরুন উদোক্ত্যা, সরবরাহকারী, দোকানদার এবং এ খাতের সাথে জড়িতদের তাদের পণ্য, পরিষেবা এবং উদ্ভাবন প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এবারের প্রদর্শনিতে সর্বমোট ২২টি স্টলে নানা দেশীও প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’র প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এই ‘এগ্রো বিজ এক্সপোর শুভ উদ্বোধন করেন। এ সময় অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, উপ-উপাচার্য, এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, কোষাধ্যক্ষ এবং ক্লাবের মডারেটর ইসতিয়াক বারী এবং মো: হেলাল উদ্দিন অতিথি হিসেবে তাঁর সাথে ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন এবং বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। এরপর সকল শিক্ষার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হয়। এ ধরনের মেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে দেশের কৃষি এবং কৃষকদের নিয়ে ইতিবাচক আগ্রহ তৈরি করে বলে আয়োজকরা মনে করেন।    

 

সর্বশেষ সংবাদ