বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস।
রবিবার (১৭ মার্চ) সকালে বিইউএইচএস চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অধ্যাপক ডা. ফরিদুল আলম বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আমাদের উন্নত ও সমৃদ্ধির পথে চলতে হবে।’
তিনি শিশুদের শুভেচ্ছা জানান এবং শিশুদের সঠিক শিক্ষা ও পরিচর্যার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পুষ্পস্তবক অর্পণে এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান ও সহকারী প্রক্টর।