দ্বিপাক্ষিক সম্পর্ক সমৃদ্ধ করার সময় এসেছে: আইইউবিতে কোরিয়ার রাষ্ট্রদূত
এখন কোরিয়া ও বাংলাদেশ উভয়ের জন্যই সময় এসেছে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সমৃদ্ধ করার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। তিনি বলেছেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধানের জন্য বৃহত্তর ভূমিকা ও দায়িত্ব গ্রহণ করতে চাই এবং স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনসহ সার্বজনীন মূল্যবোধ সংরক্ষণে কাজ করতে চাই।
সোমবার (৪ মার্চ) রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ ও কিং সেজং ইনস্টিটিউটের আয়োজনে ‘সমসাময়িক কোরিয়া: ইতিহাস, গণতন্ত্র, অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, ‘কোরিয়া ও বাংলাদেশ পারস্পরিক কল্যাণকর উপায়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করবে। ১৯৭২ থেকে শুরু করে গত পাঁচ দশকে উভয় দেশ যা অর্জন করেছে, তার ওপর ভিত্তি করে আগামী পঞ্চাশ বছরকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে উভয় দেশের সর্ম্পক আরো বেশি শক্তিশালী করার জন্য এখনই সময়।’
আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন তার বক্তব্যে বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য একটি ভালো উদাহরণ হতে পারে। আশির দশকের শুরুতে আমাদের দেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নের জন্য কোরিয়ানরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলো। এছাড়াও আমরা কোরীয় উপদ্বীপের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শিক্ষা নিতে পারি।’
শুরুতেই স্বাগত বক্তব্যে আইইউবির উপাচার্য তানভীর হাসান, আইইউবি ও ঢাকার কোরিয় দূতাবাসের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের আইইউবিতে অবস্থিত কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার কিং সেজং ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষা শেখার জন্য উৎসাহিত করেন।
বক্তৃতা শেষে রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক উপস্থিত অতিথিদের সাথে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এই পর্বের সঞ্চালনায় ছিলেন আইইউবির মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান ও কিং সেজং ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক জাকির হোসেন রাজু।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ড. মিয়ংসু কিম।