পুড়ে মারা গেলেন ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের ছাত্র তুষার
বেইলি রোডের ভয়াবহ আগুনে পুড়ে নিহত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য স্নাতক সম্পন্ন করা এক শিক্ষার্থী। তার নাম তুষার হাওলাদার। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, তুষার স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দ্যা রিপোর্ট ডট লাইভে মাল্টিমিডিয়ায় কাজ করতেন। শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ গ্রহণ করতে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান বাবা দীনেশ হাওলাদার।
তুষারের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েও জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। মেধাবী শিক্ষার্থী তুষার হাওলাদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ কমিউনিকেশন ক্লাবেরও সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
তুষারের বিশ্ববিদ্যালয়ের এক জুনিয়র ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের ডিপার্টমেন্টের (সাংবাদিকতা) ৩৯তম ব্যাচের তুষার হাওলাদার ভাই আর নেই! গতকাল রাতে রেস্টুরেন্টে লাগা আগুনে পুড়ে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
আরও পড়ুন: ২ ছেলের বায়নায় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন মা, সবাই ফিরলেন লাশ হয়ে
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।