২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৫

ইউআইটিএসে “টেকসই সিমেন্ট উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং সবুজ উপকরণ” নিয়ে সেমিনার

ইউআইটিএসে “টেকসই সিমেন্ট উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং সবুজ উপকরণ” নিয়ে সেমিনার  © সংগৃহীত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “টেকসই সিমেন্ট উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং সবুজ উপকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন সিমেন্টের ডেপুটি জি.এম (কোয়ালিটি অ্যাসুরেন্স) ড. মোহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সিমেন্ট তৈরিতে যে সকল কেমিক্যাল ব্যবহার করা হয় তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিমেন্ট দিয়ে যেহেতু আমরা আমাদের বাসস্থান ও শিল্প কারখানা তৈরি করছি তাই কীভাবে কম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে পরিবেশ বান্ধব সিমেন্ট উৎপাদন করা যায় তার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ও এ বিষয়ে ধারণা রাখতে হবে যে সিমেন্টের ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি কি ভাবে কমানো যায়। তিনি এই সেমিনারের সফলতা কামনা করে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মূল বক্তা হিসেবে ইস্টার্ন সিমেন্টের ডেপুটি জি.এম (কোয়ালিটি অ্যাসুরেন্স) ড. মোহাম্মদ রেজাউল করিম সিমেন্টের উৎপাদন প্রক্রিয়া, বণ্টন ব্যবস্থা, গবেষণার ক্ষেত্র ও আমাদের দেশের প্রেক্ষিতে কি কি সুযোগ রয়েছে, কীভাবে কম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে পরিবেশ বান্ধব সিমেন্ট উৎপাদন করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি  শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আয়শা আকতার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সেমিনারটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আব্দুল ওহাব সবুজ।