২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭
এআইইউবিতে বসন্ত উৎসব অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে এবং অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনে এই বসন্ত উৎসব এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বসন্ত মেলা, পিঠা উৎসব এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই বসন্ত উৎসবের উদ্বোধন করেন এআইইউবি এর ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা। এসময় উপস্থিত ছিলেন এআইইউবি এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান; কোষাধ্যক্ষ প্রফেসর ড. নিসার আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।