ইউআইইউ’র সপ্তম সমাবর্তন কাল, সনদ পাচ্ছেন ৩৯৫৪ শিক্ষার্থী
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি)। সকাল ৯টা থেকে বেসরকারি এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে এই সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। চলবে বেলা দেড়টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়টির স্নাতক-স্নাতকোত্তরের মোট ৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হবে।
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
আরও পড়ুন: ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের বিজয় কেতনধারী ইউআইইউ
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। সমাবর্তনে প্রায় সনদ গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এদিন স্বর্ণপদক প্রদান করা হবে ৪ শিক্ষার্থীকে।