স্টামফোর্ডে আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব শুরু ২৩ ফেব্রুয়ারি
- স্টামফোর্ড ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৮ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম আয়োজন করতে যাচ্ছে স্টামফোর্ড আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৪। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী এই উৎসবে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের দেশের প্রায় ১০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাহিত্য ফোরাম প্রতিবছরই এই আয়োজন করে থাকে।
সাহিত্য উৎসবের প্রথমদিন শুক্রবার উৎসবের প্রথম দিনে থাকছে প্রতিযোগিতা এবং ২৪ ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দেশ বরেণ্য কথা সাহিত্যিক এবং ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী অধ্যাপক ইফতেখার মাহমুদ। এছাড়াও প্রধান অতিথি হিসেবে থাকবেন স্টামফোর্ড ইউনিভার্সিটি উপাচার্য ড. অধ্যাপক মনিরুজ্জামান, উপ উপাচার্য অধ্যাপক ড. ইউনুস মিয়া, রেজিস্ট্রার আব্দুল মতিন, প্রক্টোর আরিফুর রহমান, লাইফ সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক মণ্ডলী।
ফোরামের মডারেটর জাকিয়া নূর মতিন বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম নিয়মিত সাহিত্য চর্চা এবং নানা সাহিত্য সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি দেশে ও দেশের বাইরে বাংলা সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে চলেছে। প্রতি বছরের ন্যায় এবারো স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম আয়োজন করতে যাচ্ছে স্টামফোর্ড আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৪। সাহিত্য ফোরাম বর্তমান প্রজন্মের মাঝে সাহিত্যের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদেরকে সুশীল, সংঘবদ্ধ এবং সুশিক্ষিত করে তুলতে কাজ করে যাচ্ছে। তারই একটি প্রমাণ হলো সাহিত্য উৎসব।
সাহিত্য ফোরামের সভাপতি সাইদুল ইসলাম বলেন, এবারের সাহিত্য উৎসব অনেকাংশে ভিন্ন। আমরা চেষ্টা করছি আগের চেয়ে একটু নতুন কিছু করতে। এবারের সাজসজ্জা, আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুতেই নতুন চমক থাকবে। এর পেছনে কাজ করছে অনেকগুলো সাহিত্যপ্রেমী মানুষ। এদের পরিশ্রম সফল হোক।
এই আয়োজনের বিষয়গুলোর মধ্যে থাকছে, আবৃত্তি (স্ব-রচিত ব্যতীত), উপস্থিত বক্তৃতা (সাহিত্য বিষয়ক), সাহিত্য কুইজ (সাহিত্য সম্পর্কিত)। উন্মুক্ত বিভাগে কবিতা ১২-২০ লাইনের মধ্যে হতে হবে। এছাড়াও ছোটগল্প সর্বোচ্চ ১০০০ শব্দের লেখা জমা দিতে হবে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম প্রতি বছরের মত এবছরও খুব সুন্দরভাবে এই আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব শেষ করবে এই প্রত্যাশাই করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।