ঢাবিতে অনুষ্ঠিত হলো জব মার্কেট এসেনশিয়াল ২.০ এর প্রথম দিন

  © সংগৃহীত

সম্প্রতি ভয়েস অব বিজনেস দ্বারা ‘জব মার্কেট এসেনশিয়াল ২.০’ শিরোনামে ৩ দিন ব্যাপি (১৮ -২০ ফেব্রুয়ারি) একটি ইভেন্ট অনুষ্ঠিত করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের তাদের ভবিষ্যত পরিকল্পনা, ক্যারিয়ার চিন্তাভাবনা ও লক্ষ্য এবং তা অর্জন করার জন্য কি কি দক্ষতার আবশ্যিকতা রয়েছে তার ওপর জোর দেওয়া হচ্ছে। 

১৮ ফেব্রুয়ারিতে মূলত ২ টা সেশন নেওয়া হয়েছে। যার মধ্যে একটি সেশন ছিল ‘ফ্রিল্যান্সিং- আর্ন ইয়োর ফ্রিডম’ যাতে আলোচনা করা হয়েছিল ফ্রিল্যান্সিং এর খুটিনাটি, এর বর্তমান ক্ষেত্র, চাহিদা এবং গিগ অর্থনীতিতে সফল হওয়ার গুরুত্বপূর্ণ দক্ষতা। বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তন শিক্ষার্থী এ. এইচ. আলী ।তিনি বর্তমানের স্বনামধন্য অ্যাফিলিয়েট মার্কেটার, ই-মার্কেটার, আইটি ইনফ্লুয়েন্সার এবং এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এক্সপার্ট। 

আরেকটি সেশন ছিল ‘প্রফেশনাল এক্সাম- ক্র্যাক দ্যা কোড’ যেখানে সিএফএ(CFA), এসিসিএ(ACCA) ও আইসিএমএবি(ICMAB) তে অংশগ্রহণের সুবিধা, কি কি রিসোর্স প্রয়োজন পরীক্ষার প্রস্তুতিতে, সিলেবাস ডিটেইলস, মানবন্টন এবং সাফল্য অর্জনের জন্য পরামর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তা ছিলেন মো: খাইরুল ইসলাম, এসিস্ট্যান্ট মেনেজার অব ট্যাক্স, কোটস বাংলাদেশ লিমিটেড।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। 

আগামীকালের (১৯ ফেব্রুয়ারি) আলোচনার মূল বিষয়বস্তু হলো নিজেকে কিভাবে ব্র্যান্ড হিসাবে গড়ে তোলা যায় এবং মাল্টি-ন্যাশনাল কোম্পানির জন্য নিজেকে কিভাবে তৈরি করা উচিত। ২০ ফেব্রুয়ারিতে থাকবে মূল আকর্ষণ 'প্যানেল আলোচনা', যেইদিন এনায়েত চৌধুরী সহ অনেক উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ আসবেন, এবং এর মধ্য দিয়ে ‘জব মার্কেট এসেনশিয়াল ২.০’ এর সমাপ্তি হবে। 

প্রসঙ্গত, ভয়েস অব বিজনেস ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ শিক্ষার্থী পরিচালিত প্রকাশনা সংস্থা। ক্লাবটি গত এক যুগেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গে ১৩টি ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজনেস ক্লাব হিসেবে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে।


সর্বশেষ সংবাদ