১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬

মাতৃভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যমই নয়—এটা আমাদের অস্তিত্ব

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনায় অধ্যাপক ডা. মেখলা সরকার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “মাতৃভাষা সমূহ রক্ষায় বর্তমান সরকারের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহ ২০২৪-এর দ্বিতীয় দিনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ।

দেশ ও জাতিকে এগিয়ে নিতে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান অতিথি ডা. মেখলা সরকার ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, মাতৃভাষা শুধু আমাদের ভাব প্রকাশ ও যোগাযোগের মাধ্যমই নয়—এটা আমাদের অস্তিত্ব ও সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই মাতৃভাষার প্রতি আমরা যত বেশি শ্রদ্ধা ও ভালোবাসা বুকে লালন করতে পারবো ততই জাতি হিসেবে আমরা এগিয়ে যাবো।

সভাপতির বক্তৃতায় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান মাতৃভাষা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে বলেন, পিডিয়ার মাধ্যমে জীবন্ত সাড়ে তিন হাজার ভাষার ইনডেক্স আমরা পেয়ে যাব। হারিয়ে যাওয়া একটি নদীর অস্তিত্ব মানচিত্রে যেমন উল্লেখ থাকে, ঠিক তেমনি পিডিয়ার মাধ্যমে হারিয়ে যাওয়া একটি  ভাষার অস্তিত্ব আমরা বুঝতে পারবো। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা এই কাজটি করেছেন।  

তিনি বিদেশগামী ছাত্র-ছাত্রী ও  কর্মজীবীদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক প্রিলিমিনারি কোর্স অফার করার আহ্বান জানিয়ে  বলেন,  এটি সম্ভব হলে, বিদেশ মিশনে আমরা আরও বেশি ভূমিকা রাখার পাশাপাশি ভিন্ন ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্মিলন বাড়বে।

মুখ্য আলোচক অধ্যাপক ড. হাকিম আরিফ মাতৃভাষা সমূহ রক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ২০০১ সালে শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব কফি আনানের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিপন্ন ভাষাগুলো সংরক্ষণে এটা সরকারের একটি বড় অবদান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জহিদুল ইসলাম।

প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে সাংস্কৃতিক সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সমাপনী অনুষ্ঠিত হবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে অংশ নিচ্ছে শিক্ষা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি ক্যাম্পাস।