পদ্মাসেতু শুধুই সেতু না, এটাই বাংলাদেশ: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান পদ্মা সেতুর বিষয়ে বলেছেন, বিশ্ব ব্যাংক বলেছে দুর্নীতি হয়েছে, অর্থায়ন করা যাবে না। আমরা তাদের সাথে বিরোধে যাই নি। শুধু বলেছি, আমাদের নিজেদের অর্থে পদ্মাসেতু করবো। পদ্মাসেতু শুধুই সেতু না, এটা আত্মমর্যাদা, এটাই বাংলাদেশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বসন্তকালীন নবীনবরণ অনুষ্ঠানের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গোটা ভাবমূর্তি তৈরি হবে শিক্ষার্থীদের দ্বারা। জ্ঞান অর্জনের বিষয়গুলো কেমন করে জানবেন সেগুলো যদি আপনাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ধরিয়ে দেন, তাহলে আগামীর পথচলায় আপনার উৎকর্ষতা নিয়ে যেখানে পৌঁছাতে চান, সেই সুউচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। কিন্তু দৃষ্টি রাখতে হবে টেকসই সমাজ বিনির্মাণের। অন্যথায় আমরা এগিয়ে যাবো ঠিকি, আমাদের উন্নয়ন ঘটবে ঠিকি এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবে ঠিকি কিন্তু যে মানুষটি পৌঁছাবে না, তার জন্য সমাজ অসম, ভারসাম্যহীন হয়ে পড়তে পারে। আমরা সেটি চাই না।
তিনি আরও বলেন, সভ্যতার যাত্রায় আমরা যা কিছু করেছি তার সবকিছু শুভ ও সুন্দর? এমনকি পরিবার ও ধর্ম যা কিছু করেছে তার সবকিছু কি সুন্দর? যদি তাই হবে তাহলে একটি দুর্নীতিগ্রস্ত পরিবারের পিতা যখন অধিক আয়ে তার স্ত্রী আর সন্তানের ভরণপোষণ করে, আমরা কি আত্মজিজ্ঞাসা করি এ আয় সবটা সততার কিনা।
এছাড়া দেশের মুক্তিযুদ্ধ, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক, বাংলাদেশের অন্যদের প্রতি শান্তি প্রিয় সম্পর্কের বার্তা, দেশের সার্বিক অগ্রযাত্রা, প্রকৃতির সাথে মানুষের আচরণ ও বৈশ্বিক জ্ঞানবিজ্ঞানসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস ছবুর খান। এছাড়া এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।