নটরডেম বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের অংশগ্রহণে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নটরডেম কলেজের মাঠে টুর্নামেন্টটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ফাদার প্যাট্রিক গ্যাফনি, ট্রেজারার ফাদার আদম এস পেরেরা এবং রেজিস্টার ফাদার লিওনার্দো শঙ্কর রোজারিও, এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী।
শুক্রবার টুর্নামেন্টের খেলার প্রথম ম্যাচে আইন বিভাগের সাথে মুখোমুখি হয় কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগ ।
আইন বিভাগের দলীয় অধিনায়ক ইউসুফ হৃদয় ও কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের অধিনায়কত্ব করেন আবু সাকিব। আইন বিভাগের দলীয় ম্যানেজারের দায়িত্বে আছেন ব্যারিস্টার আহমেদ আল- রাজী এবং তরিকুল কবির। প্রথম ম্যাচে আইন বিভাগ জয়ী হয়েছে। মাহাদী বিন সালাম ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন।