শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই ৪২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪১ PM
বিশ্বব্যাপী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের নূন্যতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতে হবে। তবে দেশের ৪২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই মানদণ্ড বজায় রাখতে পারেনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ৪৯তম বার্ষিক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তথ্য দেওয়া হলেও ১০টি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের তথ্য দেয়নি। এছাড়া দুটি বিশ্ববিদ্যালয়ের তথ্য অসম্পূর্ণ পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সবচেয়ে পিছিয়ে রয়েছে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত দাঁড়ায় ১:৩৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তাদের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৮। তৃতীয় অবস্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী রয়েছে ২২ হাজার৭৪৫ জন। এর বিপরীতে শিক্ষকে রয়েছে ৬১৩ জন। ফলে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৩৭।
এ বিষয়ে জানতে চাইলে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইউজিসির বার্ষিক প্রতিবেদন এখনো দেখিনি। প্রতিবেদন দেখে তারপর এ বিষয়ে মন্তব্য করব।’
শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের হার আন্তর্জাতিক মানের না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে নর্থ সাউথ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের সাথে যোগাযোগের পরামর্শ দেন। তবে উপাচার্য আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে:
নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নর্দান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি,পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শান্ত মরিয়ন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, রয়েল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এন পি আই ইউনিভার্সিটি বাংলাদেশ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ও আর টি এম আল-কবির ইউনিভার্সিটি।