০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৯
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল আইআইইউসি শিক্ষার্থী সাজ্জাদের
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আইআইইউসির ওই শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন (৩২)। তিনি বিশ্ববিদ্যালয়টির ইকোনোমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, কোন ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ মারা গেছেন তা শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সাজ্জাদ হোসেনের মৃত্যুতে তার শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম। তিনি সাজ্জাদের শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।