সোমবারই ক্লাসে ফিরছেন ড. সরোয়ার: আইইউবি প্রক্টর
- মোহাম্মদ ইশতিয়াক, আইইউবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ PM
আগামীকাল সোমবার (২৯ জানুয়ারি) ক্লাসে ফিরছেন ট্রান্সজেন্ডার ইস্যুতে কথা বলা ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি) এর শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন। আজ রবিবার (২৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. খসরু মোহাম্মদ সেলিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রশ্নের জবাবে আইইউবি প্রক্টর বলেন, দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সাময়িকভাবে তাঁকে ক্লাস থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছিলো। পরে বিভ্রান্তি দূর করার জন্য তাঁকে ক্লাস অব্যাহত রাখতে বলা হয়েছে।
ট্রান্সজেন্ডার ইস্যুতে আইইউবির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মহান সংবিধানে যেসব নাগরিক অধিকারের কথা বলা আছে আমরা সেসবের বিষয়ে সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল।
জানা যায়, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন আইইউবির স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে নতুন কারিকুলামের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের অংশটুকু প্রতিবাদ করেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন। তার এ প্রতিবাদের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাসে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে আইইউবি, ক্লাসে ফিরছেন ড. সরোয়ার
এদিকে, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ বেলা ১১টা থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরে তাঁকে ক্লাসে ফেরানোর আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি তুলে নেন।
সেসময় আন্দোলরত শিক্ষার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে কর্মকর্তারা এসে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন আগামীকাল থেকে ক্লাসে নিয়মিত হবেন বলে কর্মকর্তারা শিক্ষার্থীদের মৌখিকভাবে জানিয়েছেন।