সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরামের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরামের আয়োজনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম এই টুর্নামেন্টের আয়োজন করেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, লাইফ সায়েন্স বিভাগের ডিন প্রফেসর কামরুজ্জামান মজুমদার এবং সিভিল বিভাগের চেয়ারম্যান সহযোগী প্রফেসর ফারহানা চৌধুরি।
উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিভিল বিভাগের শিক্ষার্থীদের বছরের শুরুতেই এমন আয়োজন ক্যাম্পাসকে উৎসবমুখর করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের জরুরি। আশা করি কোন রকম সমস্যা ছাড়াই এই খেলা শেষ হবে। সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল।
শিক্ষার্থী আজিজুল হক আজিজ বলেন, এই শীতকালীন সময়ে ব্যাডমিন্টন খেলা খুব জনপ্রিয় একটি খেলা। আমি সিভিল ফোরামের সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক সাকিবকে ধন্যবাদ দিতে চাই এরকরম আয়োজন করার জন্য। খুব সুন্দর ভাবে আয়োজন করেছে তারা এবং আজকের খেলা গুলা সুন্দর ভাবেই পরিচালিত হচ্ছে। আশা করি সবকিছু এরকম সুন্দর ভাবেই চলবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীর খুব দরকার।সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের প্রধান মোতাহের হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা।