১৯ জানুয়ারি ২০২৪, ১০:৩১

ব্র্যাক শিক্ষার্থীরা পার্কিং ফি ছাড়া ক্যাম্পাসে গাড়ি-বাইক রাখতে পারবেন না

ব্র্যাক ইউনিভার্সিটি  © সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি তাদের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি’র বিনিময়ে পার্কিং সুবিধা দেওয়ার ঘোষণা করেছে। গতকাল (১৮ জানুয়ারি) বেসরকারি এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ইমেইলের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের এ তথ্যটি জানায়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

জানা যায়, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পার্কিংয়ে ১০০টি গাড়ি এবং ৪০০ মোটরসাইকেল রাখার সুযোগ রয়েছে। জায়গা স্বল্পতার জন্য তারা রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সুবিধা দিবে। এর জন্য শিক্ষার্থীদের ঘন্টা, মাসিক বা সেমিস্টারের ভিত্তিতে ফি দিতে হবে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থী বা নিজে চালিত গাড়ি পার্কিংয়ের জন্য অগ্রাধিকার পাবে এবং ড্রাইভার দিয়ে চালানো গাড়ি ‘আগে আসলে আগে’ সেবার ভিত্তিতে সুবিধা পাবে। 

তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থীকে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। তাদের বেশিরভাগেরই পার্কিং ফি নিয়ে অভিযোগ না থাকলেও এর পরিমাণ অনেক বেশি বলে জানায়। কেউ কেউ সীমিত সংখ্যক পার্কিং সুবিধা থাকা নিয়ে কথা বলছেন। অনেক শিক্ষার্থী বলছেন, তাদের জন্য বিনামূল্যে পার্কিং সুবিধা দিতে হবে।