উপাচার্যের সঙ্গে গবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) নবগঠিত কমিটি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্যের সঙ্গে সমিতির নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
নবগঠিত কমিটির সভাপতি আখলাক ই রাসূল ও সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইউনুস রিয়াজ ও কমিটির অন্য সদস্যরা।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, তোমাদের সমালোচনা হওয়া চাই গঠনমূলক। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বজায় থাকে সেই দিকে তোমরা লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাও। এসময় তিনি গবিসাসের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এর আগে গবিসাসের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলামের সঙ্গেও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসঙ্গত, সোমবার (১৫ জানুয়ারি) দ্বায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনার মাধ্যমে গবিসাসের ১০ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়।