১৬ জানুয়ারি ২০২৪, ২৩:০১

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

ক্লাবের সদস্যদের পরিষ্কার অভিযান  © সংগৃহীত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল এন্ড স্যোশাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ক্যাম্পাসে কর্মরত ক্লিনার ও আশেপাশের দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

পরে এনভায়রনমেন্টাল এন্ড স্যোশাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসের আশপাশের রাস্তায় পরিস্কার পরিচ্ছন্ন করেন ক্লাবের সদস্যরা। এ সময় ক্লাবের সভাপতি, কোষাধ্যক্ষসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে ক্লাবের উদ্যোগে টেকসই উন্নয়নের উপর দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবেবর সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।