০২ জানুয়ারি ২০২৪, ১৯:৫৯

আইকিউএসি ফাংক্সন নিয়ে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত 

সেমিনার  © টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আইকিউএসি ‘ফাংক্সন অব আইকিউএসি’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়।
 
নর্দান আইকিউএসি’র ডিরেক্টর ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। 

এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রবন্ধে ড. রহমান শিক্ষাদান ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নর্দানের শিক্ষক ও কর্মকর্তাদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন এবং এতে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ভূমিকা কি হবে তা তুলে ধরেন। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি নর্দানের এডিশনাল ডিরেক্টর ড. মো. শহিদুজ্জামান। সার্বিক সমন্বয় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর এম. মনিরুল ইসলাম। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এ সেমিনারে অংশগ্রহণ করেন।