ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাষ্টের ৪৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব স্কলার্স এর বোর্ড অব ট্রাস্টিজের ৪৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডমিরাল এম ফরিদ হাবিব (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পূর্বে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন অনুষ্ঠান আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস নির্মার্ণ কাজ আগামী নভেম্বর ২০২৪ এর মধ্যে শুরু করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় । এছাড়াও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এর সভাপতিত্বে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল হক ও সদস্যবৃন্দের মধ্যে এস এম ফয়সাল, মোঃ জাহাংগীর আল জিলানী, ইমদাদুল হক, মুস্তাজাব হোসেন, আব্দুল হাসিব সিদ্দিক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান ও উপস্থিত সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভাপতি, বোর্ড অব ট্রাস্টিজেরসদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।