২৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৯

ইউল্যাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইডিয়া হান্টার্সের চূড়ান্ত পর্ব

প্রতিযোগীরা  © সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আইডিয়া হান্টার্স ৩.০’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ নভেম্বর। প্রতিযোগিতার শেষ পর্ব অনুষ্ঠিত হবে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে। সেখানে শীর্ষ ১২টি দল চূড়ান্ত ধাপে স্টার লাইন গ্রুপের পণ্যের জন্য নিজেদের নির্মিত বিজ্ঞাপন প্রদর্শন করবে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিযোগিতার কনভেনর ও ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মুন্তাসির কাদির জানান, ‘ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘আইডিয়া হান্টার্স’ তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। এবার অনেক বড় আয়োজন ছিল। পুরো ইভেন্টটি আয়োজনে স্টার লাইন ফুডস প্রোডাক্টস লিমিটেড আমাদের সর্মথন করেছে।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটির নিবন্ধন শুরু হয় গত ২১ সেপ্টেম্বর। ১১১টি দল নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয় ৩১ অক্টোবর। তবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ৪৪টি দল নির্বাচিত হয়।

আইডিয়া হান্টার্স ৩.০, একটি আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং কেস প্রতিযোগিতা। ৩০ অক্টোবর উদ্বোধনী পর্ব দিয়ে তিন ধাপের এই প্রতিযোগিতার সূচনা হয়।