১৮ নভেম্বর ২০২৩, ০১:০৯
আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ইউনাইটেড ইউনিভার্সিটি
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের টিম ‘এপোক্যালিপস’ নেদারল্যান্ডস আমস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহন করে শীর্ষস্থান অর্জন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাদিয়া আহমেদ, সাহিদ হোসেন রাতুল, এবং জিশানুল ইসলামের সমন্বয়ে – ব্লকচেইন প্রযুক্তির ক্ষেত্রে ব্যতিক্রমী দক্ষতা এবং উদ্ভাবন প্রদর্শন করে চ্যাম্পিয়ন (গোল্ড বিজয়ী) হয়েছে টিম এপোক্যালিপস।
এছাড়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আরেকটি টিম ‘আনচেইনড’ তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য ৬ষ্ঠ (মেরিট পুরস্কার) স্থান অর্জন করেছে। যার সদস্যরা হলেন– আনিকা খায়ের অরপি, শোয়েব হাসান, এবং ফারহি আলিনা আহমেদ।