তথ্য গোপন করে স্থায়ী ক্যাম্পাসের সনদ এশিয়া প্যাসিফিকের, ইউজিসির চিঠি

ইউএপির লোগো, আরএইচ হোম সেন্টার ও ইউজিসির লোগো
ইউএপির লোগো, আরএইচ হোম সেন্টার ও ইউজিসির লোগো  © ফাইল ছবি

স্থায়ী সনদ পাওয়ার পরও শপিংমলের ভাড়া করা কক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে (ইউএপি) নোটিশ পাঠানো হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ওমর ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে ইউএপির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে গত ৩০ অক্টোবর ‘শপিংমলের ভাড়া কক্ষে পাঠদান করছে স্থায়ী সনদ পাওয়া এশিয়া প্যাসিফিক’ শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর আজ রোববার এ বিষয়ে ইউএপি কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল ইউজিসি।

নোটিশে ইউজিসি জানিয়েছে, ‘শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকা thedailycampus.com-এ প্রকাশিত ‌খবরটি কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৯ ও ১৩ ধারা অনুযায়ী সনদ প্রাপ্তির পর ভাড়াকৃত বাড়িতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এছাড়াও উক্ত আইন অনুযায়ী সনদপত্রের শর্তাবলীর তথ্য গোপন করে বিশ্ববিদ্যালয়টি সনদের জন্য আবেদন করে এবং সনদপ্রাপ্ত হয়।’

এতে আরও বলা হয়, ‘প্রকাশিত খবর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী সনদপত্রের শর্ত লঙ্ঘন এবং তথ্য গোপন করে কেন সনদের জন্য আবেদন করা হয়েছিলো সে বিষয়ে আপনার বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে ইউএপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নজরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইউজিসির নোটিশ এখনো পাইনি। নোটিশ প্রাপ্তির পর আনুষ্ঠানিক বক্তব্য জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ