অবরোধের প্রতিবাদে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ
সারা দেশজুড়ে বিএনপি-জামায়াতের আহ্বানে চলা তিনদিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (০১ নভেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের চলমান তিন দিনব্যাপি অবরোধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ ছাত্রলীগ-নেতা মোদের শেখ মুজিব’, ‘হই হই রই রই-জামাত শিবির/বিএনপি গেলি কই’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন নেতা-কর্মীরা।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল হাসান শোভন বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঠিক এই সময়ে নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে বিএনপি-জামায়াত। ছাত্রসমাজ তাদের এ অপতৎপরতা মেনে নেবে না। তাদের সব অপকৌশল রুখে দেওয়া হবে।
এদিন বিক্ষোভ মিছিলটি রামপুরা ব্রিজ হতে আফতাবনগরের বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পদের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।