১১ অক্টোবর ২০২৩, ১৮:২৭

নর্থ সাউথে ‘ডিজিটাল সাংবাদিকতায় জেন্ডার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার

সেমিনারে উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীরা।   © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের উদ্যোগে 'আনকভারিং ট্রুথ ইন অ্যা ডিজিটাল এইজ: নেভিগেটিং দ্যা নিউ ফ্রন্টিয়ার অব জার্নালিজম- অ্যা জেন্ডার পারসপেক্টিভ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

এনএসইউ'র এমসিজে প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. সমীক্ষা কৈরালা সেমিনারের উদ্বোধন করেন। সহযোগী অধ্যাপক ড. হারিসুর রহমান এমসিজে প্রোগ্রামের একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন। 

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনিউজ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শামীম আরা শিউলি। জেন্ডার দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে তিনি বিস্তৃত অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি তুলে ধরেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনএসইউ'র স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান। এনএসইউ'র এমসিজে প্রোগ্রামের ফ্যাকাল্টি আসিফ বিন আলী অনুষ্ঠানটি সফল করার জন্য বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এনএসইউ'র এমসিজে প্রোগ্রাম বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষায় নেতৃত্ব দিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের পরিবর্তনশীল মিডিয়ায় খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করছে।