আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় ও বিসিসির মধ্যে এমওইউ স্বাক্ষরিত
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) বিসিসি ভবনে এটি স্বাক্ষারিত হয়।
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের উপস্থিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান ও বিসিসির পরিচালক (গবষেণা, উদ্ভাবন ও উন্নয়ন) এ কেম এম শাহনেওয়াজ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এই এমওইউ এর ফলে উভয় প্রতিষ্ঠান গবেষণা, উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য আদান প্রদান করবে। ফলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে।
এ সময় আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ, সেন্টার অফ এক্সিলেন্স-এর ডিরেক্টর প্রফেসর ড. এমতিয়াজ আহমেদ চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহরিয়ার মাহবুব ও বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।