২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১১

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো-২০২৩’ সমাপ্ত

  © সংগৃহীত

‘বিশ্ব ফার্মাসিস্টস দিবস ২০২৩’ উপলক্ষ্যে ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিপাদ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো- ২০২৩’ শেষ হয়েছে। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্কিল জবস ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় দু’ দিনব্যাপি এই ক্যারিয়ার এক্সপো শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ফর্মাসিউটিক্যাল ইন্ডাট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে তাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকরের দুযোর্গ ব্যবস্থপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী ডা: এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের কর্পোরেটের প্রশিক্ষণ বিষয়ক উদেষ্টা এম মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, এলাইড হেলথ সায়েন্স্স অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, ফার্মেসী বিভাগের সহযোগী বিভাগীয় প্রধান ড. শরিফা সুলতানা।    

দুই দিনব্যাপি অনুষ্ঠানে ছিল র‌্যালি, ফার্মা অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা, পোষ্টার প্রেজেন্টেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। সহস্রাধিক শিক্ষার্থী, এল্যামনাই ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

সমাপনী  অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকরের দুযোর্গ ব্যবস্থপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশর ঔষধ শিল্প বিশ্বের ১৫৫ টি দেশে রপ্তানী হচ্ছে যা বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম রপ্তানী খাত হিসেবে বিবেচিত। স্বাধীন ঔষধ নীতি প্রণয়নের ফলে দেশের ঔষধ শিল্প আজ এ পর্যায়ে উন্নিত হয়েছে। 

এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে এ শিল্পের অগ্রযাত্রাকে বাঁচিয়ে রাখতে এবং গুনগত মান বজায় রেখে আগামীতে আরো বেশী বেশী রপ্তানী বৃদ্ধিতে অবদান রাখার আহবান জানান। ফার্মাসিউটিক্যাল শিল্পে গবেষণা এবং উদ্ভাবন প্রচারের জন্য আরও বেশী বেশী এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন আছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন এবং ইভেন্টে সহায়তাকারী সকল প্রতিষ্ঠান এবং পৃষ্ঠপোষকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে দু’ দিনব্যাপি (সেপ্টেম্বর ২৫-২৬) ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো’ এবং ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকরের দুযোর্গ ব্যবস্থপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী ডা: এনামুর রহমান।