বিজিএমইএ ইউনিভার্সিটির সঙ্গে একাধিক শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি সই
একাডেমিক-ইন্ডাষ্ট্রিজ সমঝোতার আওতায় শিক্ষার্থীদের যুগপোযোগী শিক্ষাদানের উদ্দেশ্যে এবং স্নাতকদের শিল্প প্রতিষ্ঠানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনলোজি (বিইউএফটি) এবং একাধিক শিল্প গ্রুপ ও প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি রাজধানীর তুরাগের নিশাতনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শিল্প অংশীদারদের মধ্যে রয়েছে ডিবিএল গ্রুপ, ইভিন্স গ্রুপ, এন্ট্রাস্ট গ্রুপ, টেক্সটাউন গ্রুপ, ইক্সোরা অ্যাপারেলস এবং বিআইসিএম।
সকল পক্ষ আশাবাদী যে স্বাক্ষরিত চুক্তিগুলি শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধনে প্রধান ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে ছাত্রছাত্রীদের যোগ্য ও সম্মক জ্ঞানের অধিকারী স্নাতক হিসাবে গড়ে উঠতে বিশেষভাবে সহায়তা করবে।
অনুষ্ঠানে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপি এবং প্রতিষ্ঠানগুলির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির ও আব্দুল্লাহ হিল রাকিব। অনুষ্ঠানে প্রতিটি গ্রুপের পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য প্রফসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবি খান, কোষাধ্যক্ষ প্রফসর ড. আব্দুল জলিল, ফ্যাকাল্টির ডিন মহোদয়গণ ও অন্যান্য কর্মকর্তা।