১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৩

ইউজিসির নতুন সদস্য ড. হাসিনা খানের সাথে এইউবি প্রতিনিধির সাক্ষাৎ

  © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন সদস্য অধ্যাপক ড. হাসিনা খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) প্রতিনিধি দল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আগারগাঁওস্থ কার্যালয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) পূর্ব নির্ধারিত এক বৈঠকে মিলিত হন তারা। এসময় প্রতিনিধি দল এইউবির ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের বর্তমান শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানা দিক নিয়ে অলোচনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাাদ জাফার সাদেক, ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম এবং রেজিস্ট্রার একেএম এনামুল হক।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান। গত ৫ সেপ্টেম্বর ২০২৩ শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এরই প্রেক্ষিতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইউজিসি’র নতুন সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উক্ত বৈঠকে বাংলাদেশে পিএইচডি ফবমৎবব এর মানোন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়। এক্ষেত্রে এইউবি ভিসি উনার অষ্ট্রেলিয়া ও কানাডার অভিজ্ঞতা থেকে কিছু প্রস্তাবনা তুলে ধরেন এবং এইউবিতে চলমান মানসম্মত ও আধুনিক  শিক্ষাপ্রদান অব্যাহত রাখতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। 

ড. হাসিনা খান ও এইউবি ভিসি ড. শাহজাহান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক সহকর্মী। অধ্যাপক ড. হাসিনা খান বাংলাদেশ একাডেমী অব সাইন্সের একজন ফেলো এবং বর্তমান সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন। এইউবি ভিসি বাংলাদেশ একাডেমী অব সাইন্সের একজন এক্সপেট্রিয়ট ফেলো হিসেবে অধ্যাপক ড. হাসিনা খানের সাথে বাংলাদেশে বিজ্ঞানের উন্নয়নের লক্ষে দীর্ঘদিন যাবত কাজ করেছেন। 

ইউজিসির নবনিযুক্ত পূর্ণকালীন সদস্য বিশিষ্ট্য বিজ্ঞানী এবং ঢাবির অবসর প্রাপ্ত অধ্যাপক হাসিনা খান এসময় এইউবি প্রতিনিধি দলের সাথে এইউবির বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং এইউবির প্রতিনিধি দলের কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরেন ও সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এইউবি প্রতিনিধি দল মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে এইউবির ভূমিকা তুলে ধরেন এবং গবেষণা কার্যক্রমের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে এইউবি প্রতিনিধি দল ইউজিসির সদস্যকে মূল্যবান সময় প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান এবং নিয়োগপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এইউবি প্রতিনিধি দল একই দিনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক জনাব ওমর ফারুকের সাথে এইউবির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।