১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২২

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
  © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সেমিনার হলে এ কর্মসূচি পালিত হয়। সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। 

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও এমআইইউ স্যোশাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর ড. শেখ হাবিবুর রহমান ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন প্রমুখ। 

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এমআইইউ সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে।