ইউআইইউ ও নোডস ডিজিটালের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স (সিএআইআর) এবং নোডস ডিজিটাল লিমিটেডের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ’র ট্রেজারার মোঃ আব্দুল মোকাদ্দেম, নোডস ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শোভন সমাদ্দার এবং নোডস ডিজিটাল লিমিটেডের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সানজানা রিজভান।
ইউআইইউ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের (সিএআইআর) পরিচালক প্রফেসর ড. সালেকুল ইসলাম এবং নোডস ডিজিটাল লিমিটেডের পরিচালক ড. মোঃ রাশেদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তি অনুযায়ী নোডস ডিজিটাল লিমিটেড এবং ইউআইইউ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের (সিএআইআর) মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়ন এবং সহজতর করবে। সিএআইআর ইতিমধ্যেই ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে (ইউআরসি) এশিয়ার সেরা রোবটগুলি তৈরি করেছে যা, গবেষণা এবং শিল্প অ্যাপ্লিকেশনের জন্য আকাশ, মহাকাশ, স্থল এবং জলের নীচের রোবটের জন্য অ্যালগরিদম এবং সিস্টেমগুলি বিকাশ এবং বাস্তবায়নের জন্য কাজ করা হয়েছে। দুই প্রতিষ্ঠান যৌথভাবে কৃষি ও জলজ চাষের ক্ষেত্রে এই ধরনের সিস্টেম প্রয়োগে একসঙ্গে কাজ করবে।