০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৯

নতুন নেতৃত্বে আইউবি মুট কোর্ট ও ল স্টুডেন্ট সোসাইটি

আইউবি মুট কোর্ট ও ল স্টুডেন্ট সোসাইটির নতুন নেতৃত্বরা  © সংগৃহীত

২০২৩-২৪ সালের জন্য ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির ৫ সদস্য বিশিষ্ট এবং ল স্টুডেন্ট সোসাইটির ১৫ সদস্য বিশিষ্ট  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।

মুট কোর্ট সোসাইটির এ কমিটিতে রাফসান আরাফাতকে সভাপতি ও জাকারিয়া ইসলামকেসাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও ল স্টুডেন্ট সোসাইটির কমিটিতে নাজরানা খানকে সভাপতি এবং সালেমুন ইসলামকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) আইইউবি ল স্টুডেন্টদের টাউনহল মিটিং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুট কোর্ট সোসাইটি কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি রামিসা আনজুম, জনসংযোগ সম্পাদক ফাহিম শাহরিয়ার  ও প্রকাশনা সম্পাদক উম্মে জান্নাত সাচ্চিকে মনোনীত করা হয়েছে।

ল স্টুডেন্ট সোসাইটি কমিটির অন্যান্য দায়িত্বে  রয়েছেন সাধারণ সম্পাদক খালেদ হাসান প্রণয়, যুগ্ম-সম্পাদক সাবেরিন খান, অর্থ  সম্পাদক তালহা নাহিন, জনসংযোগ সম্পাদক শাফিকুল ইসলাম।

মুট কোর্ট সোসাইটির সভাপতি  রাফসান আরাফাত তার বক্তব্যে বলেন, বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার ধারা অব্যাহত রাখার মাধ্যমে আইনের শিক্ষার্থীদের স্কিলড ডেভেলপ ও পেশাগত দক্ষতা অর্জনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বলেন, যুক্তিবাদী চিন্তাধারা ও বিচার বিশ্লেষণক্ষম জাতীয় মানের মুটার তৈরির মাধ্যমে আইন অঙ্গনসহ অন্যান্য প্লাটফর্মে নিজেদের অবস্থানকে আরো দৃঢ় করার মাধ্যমে আইউবি আইন বিভাগকে দেশের অন্যতম একটি সুপ্রতিষ্ঠিত বিভাগ হিসেবে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

এছাড়া মুট কোর্ট সোসাইটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন জেষ্ঠ্য প্রভাষক আফরোজা বিলকিস এবং ল স্টুডেন্ট সোসাইটির দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক ড. হাসান আল ফারুক।