অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৩ PM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে আন্তঃবিভাগীয় গ্রোগ্রামিং ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এডুকেশন বিভাগের প্রভাষক জনাব নওরীন সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মো. জোনায়েত আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে এতে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো: কামরান চৌধুরী, বিজনেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশরাফ আলী খান, আইন বিভাগের চেয়ারম্যান এ এম মো. সাঈদ, রোবোটিক্স বিভাগের উপদেষ্টা ড. শামীম আহমেদ দেওয়ান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ফাহমিদা কাসেম, সিএসই বিভাগের চেয়ারম্যান শারমীন আক্তার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের এ্যাডভাইজর, চেয়ারম্যান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।