২৯ আগস্ট ২০২৩, ১৭:০৯

ইউআইইউতে ‘স্মার্ট গ্রিড অন্বেষণ, টেকসই শক্তির ভবিষ্যৎ গঠন’ শীর্ষক সেমিনার

সেমিনারে অতিথিরা  © টিডিসি ফটো

বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের (সিইআর) সহায়তায় এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সহযোগিতায় ‘স্মার্ট গ্রিড অন্বেষণ, টেকসই শক্তির ভবিষ্যৎ গঠন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ইউআইইউ ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসি সিএসসিএসজির প্রকল্প পরিচালক আব্দুল আলিম, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর প্রোগ্রাম ম্যানেজার ভিদুসি চিয়ারা এবং এজেন্স ফ্রাঙ্কাইজ ডি ডেভেলপমেন্টের (এএফডি) কান্ট্রি ডিরেক্টর চ্যাসেট বেনোইট। 

সেমিনারে মূল বক্তৃতা প্রদান করেন ইউএসএ’র এনকেসফ্ট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জন চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার। স্মার্ট গ্রিডের উপর প্রেজেন্টেশন প্রদান করেন ইউআইইউ সেন্টার ফর এনার্জি রিসার্চের (সিইআর) পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী।

এই সেমিনারটি আগামী দিনের ভবিষ্যৎ গড়তে ও পরবর্তী প্রজন্মের সম্ভাবনাকে উন্মোচন করতে অনুষ্ঠিত হয়। ডিপিডিসি স্মার্ট গ্রিডের প্রচারণার অংশ হিসাবে ৬টি বিশ্ববিদ্যালয় এবং স্কুলে একটি সেমিনার আয়োজন করার পরিকল্পনা করেছিল। 

সেমিনারে বক্তারা স্মার্ট গ্রিডের প্রয়োজনীয় বৈশিষ্ট্যের সাথে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও এই সেমিনার বাংলাদেশের মানুষকে স্মার্ট গ্রিডের বিষয়ে সচেতনতা বৃদ্ধির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। যেকোনো উদ্যোগকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য উদ্ভাবন এবং ব্যাপক ধারণার সাথে টিকে থাকে। 

তারা বলেন, শিক্ষার্থী বা তরুণরা ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজ করে। তাই তাদেরকে স্মার্ট গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ খাতের ক্ষমতায়নের জন্য জ্ঞান ও দক্ষতা শিখতে, প্রয়োগ ও অর্জন করতে এবং ধরে রাখতে সাহায্য করবে। 

সেমিনারটি অর্থায়নের সহযোগিতায় ছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এজেন্স ফ্রাঙ্কাইজ ডি ডেভেলপমেন্টের (এএফডি) এবং বাস্তবায়নের সহযোগিতায় ছিল এনকেসফ্ট কর্পোরেশন, ইউএসএ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

বর্তমানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) অধীনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট এবং স্মার্ট গ্রিড একটি ইইউ এবং এএফডি যৌথভাবে ১১২ মিলিয়ন ইউরোর অনুদান প্রদান করে। এক প্রকল্পের মাধ্যমে মোট ১১,৪১,০০০ জন মানুষ উন্নত বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করতে পারবে। এটি প্রতি বছর জমে থাকা ১০৪,০০০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রতিরোধ করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে। এটি বাংলাদেশের প্রথম স্মার্ট গ্রিড প্রকল্প।